সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভাটির দিকে এখনো পানি বিপৎসীমার ওপরে।
এদিকে যমুনার পানি সব পয়েন্টেই দ্রুতগতিতে কমে যেতে শুরু করেছে। সেই সঙ্গে কমছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও।
বুধবার (৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ২৬ মিটার। গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা হচ্ছে ১৩ দশমিক ৩৫ মিটার।
অন্যদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১৮ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে রয়েছে।
বাঘাবাড়ি পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭৫ মিটার। ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানির সমতল পরিমাপক) আব্দুল লতিফ, সুলতান মাহমুদ, ও ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে যমুনায় পানি কমতে শুরু করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে বিপৎসীমার নিচে নেমে গেছে। তবে বাঘাবাড়ি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। সেখানেও দ্রুতগতিতে পানি কমছে। পানি বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
মুক্তা মাহমুদ