বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো, ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে হারিয়েছে, ফিনল্যান্ডকে। জোড়া গোল করেছেন আতোয়ান গ্রিজম্যান।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো, ফরাসিরা। ২৫ মিনিটে করিম বেনজেমার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন, গ্রিজম্যান। ৫৩ মিনিটে এই স্ট্রাইকারের নিশানাভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে, ফ্রান্স। এদিকে, অপর ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল।
আগের ম্যাচ হলুদ কার্ড পেয়ে এক ম্যাচ নিষিদ্ধ হওয়া রোনালদোর অভাবটা বুঝতেই দেননি স্বতীর্থরা। একটি করে গোল করেন, বের্নান্দো সিলভা, আন্দ্রে সিলভা ও ডিয়োগো জোতা।