আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রতারণার ফাঁদে যৌনপল্লীতে স্ত্রী, স্বামীর চেষ্টায় উদ্ধার

প্রতারণার ফাঁদে যৌনপল্লীতে স্ত্রী, স্বামীর চেষ্টায় উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক গৃহবধূকে (২০) উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী গাজীপুর মেট্রোপলিটন এলাকায়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও বাসন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পল্লীর শিরিন বাড়ীয়ালীর বাড়ি থেকে তাকে  উদ্ধার করে। বাড়ীয়ালী শিরিন তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতো বলে জানা গেছে।

তবে এ ঘটনায় জড়িত বাড়িয়ালী শিরিন বা অন্য কাউকে গ্রেপ্তার করা যায়নি। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাসন থানায় মানব পাচার আইনে মামলা হয়।

এ বিষয়ে বাসন থানার এসআই ফারুক হোসেন মুঠোফোনে জানান, ওই গৃহবধূ গত  ১১ আগস্ট নিখোঁজ হয়। সে দরিদ্র স্বামীর সংসারে সহযোগিতার জন্য গার্মেন্টসে চাকরি খোঁজার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়া পাচারকারী চক্রের খপ্পরে পড়ে। এ ঘটনায় তার স্বামী গত ৭সেপ্টেম্বর বাসন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এবং তার স্ত্রী পাঁচারের শিকার হয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রয়েছে বলে জানান।

বিষয়টি তৎক্ষনাৎ বাসন থানার ওসি মো. মালেক খসরু গোয়ালন্দ ঘাট থানার ওসির সাথে যোগাযোগ করে তার সহযোগিতা চান। সে অনুযায়ী আমি সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দের দৌলতদিয়ায় পৌঁছাই। পরে সেখানে থাকা গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় পল্লীর শিরিন বাড়ীয়ালীর বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর হতে তাকে উদ্ধার করি। তবে এ সময় বাড়ীওয়ালী শিরিন সেখান থেকে পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসন থানা এবং আমাদের থানা পুলিশের একটি টিমের যৌথ প্রচেষ্টায় ওই গৃহবধূকে পল্লীর শিরিন বাড়ীওয়ালীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। 

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতারণার | ফাঁদে | যৌনপল্লীতে | স্ত্রী | স্বামীর | চেষ্টায় | উদ্ধার