আর্কাইভ থেকে ঢালিউড

এবার পরীমণির হাতে এ কেমন বার্তা

এবার পরীমণির হাতে এ কেমন বার্তা

গত ১ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সেদিন বের হয়ে হাত উঁচিয়ে তিনি বিজয়োল্লাস করেন। ওই সময় তার হাতে মেহেদীতে লেখা একটি বার্তা, যে বার্তা কারও নজর এড়ায়নি। লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’। 

পরীমণি পরে জানিয়েছিলেন, যারা তার সুসময়ের ভাগ নিয়ে দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের উদ্দেশ্যেই ওই বার্তা দিয়েছেন তিনি। 

এদিকে বুধবার (১৫ সেপ্টেম্বর) হাজিরা দেয়ার জন্য আদালতে গিয়েছেন পরীমণি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হন। আদালত চত্বরে আসার পরই তিনি ভক্তদের হাত উঁচিয়ে অভিবাদন জানান।

এবারও দেখা গেল তার হাতে মেহেদী রঙে লেখা একটি বার্তা। লেখা রয়েছে ‘… মি মোর’। মধ্যাঙ্গুল উঁচিয়ে বিশেষ এই বার্তা পরী কার উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা যায়, নিন্দুকদের জন্যই তার এমন বার্তা। 

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় থানা ও কারাগার মিলিয়ে প্রায় এক মাস বন্দী থেকেছেন পরী।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | পরীমণির | হাতে | এ | কেমন | বার্তা