আর্কাইভ থেকে ক্রিকেট

স্ত্রী-ভক্তদের ইচ্ছে পূরণে দলে ফিরতে চান নাসির

স্ত্রী-ভক্তদের ইচ্ছে পূরণে দলে ফিরতে চান নাসির

স্ত্রী আর ভক্তদের স্বপ্ন পূরণের জন্য হলেও জাতীয় দলে আবারও ফিরতে চান নাসির হোসেন। অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সে পথটা সহজ করতে চান তিনি। নাসিরের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতাও আছে বাংলাদেশের।

সময় বয়ে যায়। বদলে দেয় মানুষকে। একসময় ছিলেন জাতীয় দলে। এখন রুটি-রুজি উৎস ঘরোয়া ক্রিকেট। করোনার কারণে তাও বাধাগ্রস্ত। মিরপুরে তাই কালেভদ্রে দেখা মেলে নাসির হোসেনের।

এক বছর পর মার্চে শুরু হলেও দুই রাউন্ড না হতেই বন্ধ হয়ে যায় এনসিএল। দারুণ ঝলক দেখিয়ে সেঞ্চুরি করলেও, মাঝপথে থেমেছিল লিগ। দীর্ঘ বিরতির পর প্রিমিয়ার লিগে অবশ্য ফ্লপ নাসির। ১২ ম্যাচে করেছেন ১৬৬ রান। শেখ জামাল জার্সিতে তার সর্বোচ্চ ৩৬ রান।

অক্টোবরে নতুন করে শুরু হচ্ছে জাতীয় লিগ। ভাগ্যের চাকা ঘুরাতে চান নাসির। তিনি বলেন, 'ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান সংগ্রহ করার। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারি।'

ভুলে যাননি ভক্তদেরকেও। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ফিরতে চান এই অলরাউন্ডার। তিনি বলেন, 'তাদের (ভক্ত) ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফিরে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সমর্থন করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে ফিরে আসব।'

এ বছরই তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন নাসির। নেতিবাচক সেই ধারা থেকে বের হয়ে ইতিবাচক দিক দিয়ে খবরের শিরোনাম হতে চান নাসির। আর তাই স্ত্রীর জন্য ফিরতে চান জাতীয় দলে।

নাসির বলেন, 'অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।'
নিজের খেলা না হলেও সতীর্থ আর উত্তরসূরীদের নিয়ে গড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আস্থা রাখছেন একসময়ের ফিনিশার খ্যাত এই অলরাউন্ডার। তিনি বলেন, 'অবশ্যই তারা সামর্থ্যবান। তা না হলে এই জায়গাটায় থাকতো না।' 
 
'আমার মনে হয় যে, যে টিম হয়েছে অনেক ভালো দল হয়েছে। অবশ্যই সবাই ক্যাপেবল। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে টি-টোয়েন্টিতে আমরা ভালো রেজাল্ট করবো।'- নাসির যোগ করেন।

এস   

এ সম্পর্কিত আরও পড়ুন স্ত্রীভক্তদের | ইচ্ছে | পূরণে | দলে | ফিরতে | চান | নাসির