আর্কাইভ থেকে দেশজুড়ে

বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণের পর পূর্ণিমাকে হত্যা

বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণের পর পূর্ণিমাকে হত্যা

সাতক্ষীরায় স্কুলছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি পার্থ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিকে গ্রেপ্তারের পর এ হত্যার তথ্য দিয়েছে পুলিশ। পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পূর্ণিমার সঙ্গে পার্থর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েকে বিয়ে করার প্রস্তাবও দেন পার্থ। কিন্তু মেয়েটির বাবা এতে রাজি হননি। এতে পার্থ ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর মেয়েটিকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান পার্থ।

পুলিশ জানায়, গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেন একই গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে পার্থ। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের সবজিবাগান থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে আসামি পার্থ মণ্ডলকে গ্রেপ্তার করে এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইলেকট্রিক ক্যাবলসহ সাইকেল জব্দ করা হয়েছে। এক পর্যায়ে তিনি পুলিশের কাছে পূর্ণিমাকে হত্যার কথা স্বীকার করেন।

এ হত্যার ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা দেবহাটা থানায় পার্থর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বিয়েতে | রাজি | হওয়ায় | ধর্ষণের | পূর্ণিমাকে | হত্যা