আর্কাইভ থেকে বাংলাদেশ

ইকমার্স প্রতিষ্ঠান থেকে অর্থপাচার; ফিনান্সিয়াল ইন্টিলিজেন্সের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

ইকমার্স প্রতিষ্ঠান থেকে অর্থপাচার; ফিনান্সিয়াল ইন্টিলিজেন্সের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

ইকমার্স প্রতিষ্ঠান থেকে অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ইকর্মাস প্রতিষ্ঠান থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের পলিসি কি, তাও জানতে চেয়েছেন আদালত।

এছাড়া ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা ১৬ সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি তা জানতে চেয়েছেন আদালত।

৮ নভেম্বরের মধ্যে উচ্চ আদালতকে এসব বিষয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ওই দিন পরবর্তী শুনানী হবে।

মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) আলাদা তিনটি রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ নির্দেশ দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইকমার্স | প্রতিষ্ঠান | অর্থপাচার | ফিনান্সিয়াল | ইন্টিলিজেন্সের | পদক্ষেপ | জানতে | চেয়েছেন | হাইকোর্ট