মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতেই হবে বলে জোর দিয়ে বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর এমনটা জানিয়েছেন ডমিনিক রাব। এক টুইটবার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্রিটেন এবং তার অংশীদাররা।
এদিকে, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গেনার জানিয়েছেন, রোহিঙ্গা নিপীড়ন ও গণহত্যায় জড়িত মিয়ানমার সেনার ৩৩তম লাইট ইনফেন্ট্রি এবার মান্দালয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
গেল এক ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি নেত্রী অং সান সু চি ও অন্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে তারা।
এসএন