মূলত আমরা অনেকগুলো রাজনৈতিক দল একটি লক্ষ্য নিয়ে জোটবদ্ধভাবে এগিয়ে গিয়েছিলাম। এখন খেলাফত মজলিস যদি মনে করে জোটের প্রয়োজনীয়তা নেই, তাহলে তারা ছেড়ে যেতেই পারে। এখানে আমাদের কিছু করার নেই। জোট ছাড়ার স্বাধীনতা যে কোনও দলেরই রয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (১ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, স্বতন্ত্র দল হিসেবে যেকোনো দল যেকোনো সিদ্ধান্ত নিতেই পারে। এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। খেলাফত মজলিস যদি মনে করে, তারা ২০ দলীয় জোট থাকবে না, সেই স্বাধীনতা তাদের আছে।
উল্লেখ্য, আজ শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় খেলাফত মজলিস।
এর আগে, ২০ দলীয় জোট খেলাফত মজলিস থাকবে কি না, তা নিয়ে বৈঠকে বসেন দলের সিনিয়র নেতারা। জুমার নামাজের পরই দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন বসে। এ অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ২০১৬ সালের ৭ জুন ২০ দলীয় জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। সবশেষ গেলো ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।
১৯৯৯ সালের ৬ জানুয়ারি বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট নিয়ে চারদলীয় জোট গঠিত হয়। এরপর বিভিন্ন সময় জোটের পরিধি বাড়তে থাকে এবং তা ২০ দলীয় জোটে রূপ নেয়।