বিদেশি চ্যানেল ইস্যুতে চাপারে মুখে নতিস্বীকার করবে না সরকার। কেবল অপারেটদের আন্দোলনের হুমকিতে নতি স্বীকার নয় বরং আইনের মধ্যে থেকে দেশের স্বর্থ রক্ষা করে আলোচনা হতে পারে। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৭টি বিদেশি চ্যানেলের ক্লিনফিড আছে, সেইগুলো দেখানো যেতে পারে। বিবিসি-সিএনএনসহ বিজ্ঞাপনমুক্ত ১৭টি চ্যানেল না চালালে কেবল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গেলো ১ অক্টোবর থেকে দেশে ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল প্রদর্শনে বিদ্যামান আইন বাস্তবায়ন করছে সরকার।