রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে ‘রুট পারমিটবিহীন’ বাস-মিনিবাস চলাচল বন্ধের জন্য অভিযান পরিচালিত হচ্ছে।
গুলিস্তান এলাকায় রোববার ( ৩ অক্টোবর) সকালে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় এ রাস্তা দিয়ে চলাচলকারী প্রত্যেকটি বাসের রুট পারমিট তল্লাশী করে বাস মালিকদের জরিমানা করা হয়। রুট পারমিট না থাকায় ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার পর্যন্ত জরিমানা করা হয়।
বিআরটিএ’র জানিয়েছে, বর্তমানে ঢাকায় এক হাজার ছয়শ’৪৬টি বাস রুট পারমিট ছাড়া চলাচল করছে। সিটি কর্পোরেশন ও বিআরটিএ’র কর্মকর্তারা মনে করেন, যানজট দূর করতেও এই অভিযান সুফল বয়ে আনবে।
এদিকে অভিযানের খবর পেয়ে অনেক রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা।
অন্যদিকে রাজধানীর রাসেল স্কয়ার ও বসিলা এলাকায় কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ করপোরেশন ডিএনসিসি ও ডিএসসিসি। ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (৩ অক্টোবর) সকালে এসব অভিযান চালানো হয়।