আরব আমিরাতে আইপিএলের ফিরতি পর্বে প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পেলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
প্লে-অফের টিকিট পাওয়ার মিশনে গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
ম্যাচে দুই দলেই এসেছে একটি করে পরিবর্তন। কলকাতা একাদশে টিম সেইফার্টের জায়গায় নেয়া হয়েছে সাকিবকে। অন্যদিকে সন্দ্বীপ শর্মার জায়গায় উমরান মালিককে নিয়েছে হায়দরাবাদ।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে সাকিবের কলকাতা। অন্যদিকে ১১ ম্যাচে মাত্র দুইটি জয় হায়দরাবাদের।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনিল নারিন, শিভাম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, উমরান মালিক।