আর্কাইভ থেকে বাংলাদেশ

মেয়াদ শেষ হলেই পদ ছাড়তে হবে পৌর মেয়রকে

মেয়াদ শেষ হলেই পদ ছাড়তে হবে পৌর মেয়রকে

পৌরসভার মেয়রের মেয়াদ পাঁচ বছর শেষ হলেই পদ ছাড়তে হবে। সেই সঙ্গে পদ ছাড়তে হবে কাউন্সিলরদেরকেও। এ সংক্রান্ত আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

আজ সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মামলা বা অন্য কোনও উপায়ে মেয়াদ শেষ হওয়ার পর কোনও পৌরসভার মেয়র পদে থাকতে পারবেন না।

একই সঙ্গে মেয়রের পাঁচ বছরের মেয়াদ শেষে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে।

সংশোধিত আইন অনুযায়ী, পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এছাড়া পৌরসভার ‘সচিব’-এর নাম পরিবর্তন করে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’করা হচ্ছে।

তিনি জানান, যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা একসঙ্গে ১২ মাস বকেয়া থাকলে ওই পৌরসভা বাতিল করা যাবে। বর্তমানে ৮০ শতাংশ পৌরসভা বেতন-ভাতা দিতে পারছে। সমস্যাটা এখন অনেক কমে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মেয়াদ | শেষ | হলেই | পদ | ছাড়তে | হবে | পৌর | মেয়রকে