আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। কারো জন্য নির্বাচন বসে থাকবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার( ৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায়, গাবতলী-আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে, কঠোর হাতে দমন করা হবে। আর সরকার বিএনপি’র আন্দোলন দমন করার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।