সায়দাবাদ পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের খরচ হবে দুই হাজার ৯শ’২০ কোটি ৬৬ লাখ টাকা।
মঙ্গলবার ( ৫ অক্টোবর) সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সংশোধিত প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ৬ হাজার পাঁচশ’৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মোট ৯ টি প্রকল্প অনুমোদন দেয়, একনেক।
বৈঠক শেষে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তথ্য তুলে ধরেন।