আর্কাইভ থেকে জনদুর্ভোগ

সায়েদাবাদ পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে

সায়েদাবাদ পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে

সায়দাবাদ পানি সরবরাহ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের খরচ হবে দুই হাজার ৯শ’২০ কোটি ৬৬ লাখ টাকা।

মঙ্গলবার ( ৫ অক্টোবর) সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সংশোধিত প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে ৬ হাজার পাঁচশ’৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে মোট ৯ টি প্রকল্প অনুমোদন দেয়, একনেক।

বৈঠক শেষে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সায়েদাবাদ | পানি | সরবরাহ | প্রকল্পের | মেয়াদ | পাঁচ | বছর | বাড়ানো | হয়েছে