ছিনতাইয়ের অভিযোগ করতে থানায় এসে পুলিশের জালে আটক হয়েছে আলাউদ্দিন ও শেখ ফরিদ নামে দুই প্রতারক। মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রামের কোতোয়ালি থানায় এমন ঘটনা ঘটেছে।
নিজের হাত কেটে ছিনতাইয়ের নাটক, থানায় গিয়ে ধরা ২ প্রতারক
পুলিশ জানায়, মহাজনের টাকা আত্মসাৎ করতে নিজের হাত কেটে ছিনতাইয়ের নাটক সাজায় এই দুই প্রতারক। আলাউদ্দিন ও শেখ ফরিদ দুজনেই চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে কাঁচাবাজারের আড়তে শ্রমিক হিসেবে কাজ করে।
সোমবার (৪ অক্টোবর) কক্সবাজারের রামু থেকে মহাজনের ৮০ হাজার টাকা নিয়ে চট্টগ্রামে আসে তারা। এই সময় সেই টাকা আত্মসাৎ করার জন্য ছিনতাইয়ে নাটক সাজায় এই দুই শ্রমিক।
এক্ষেত্রে আলাউদ্দিন ধারালো ব্লেড দিয়ে হাত কেটে আহত হওয়ার অভিনয় করে, চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ব্যান্ডেজ করায় আর মহাজনকে জানায় সে ছিনতাইয়ের কবলে পড়েছে এবং সেই অভিযোগ করতে তারা থানায় যায়। কিন্তু তাদের আচরণ সন্দেহ হলে পুলিশের জেরার মুখে স্বীকার করতে বাধ্য হয় মহাজনের টাকা আত্মসাতে তাদের এই নাটক।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, টাকা আত্মসাতের মূল পরিকল্পনাকারী শেখ ফরিদ। পরে টাকা ভাগ দেওয়ার কথা বললে আলাউদ্দিন তার সঙ্গী হয়। এ দুজন থানায় ছিনতাইয়ের অভিযোগ করতে এলে তাদের আচরণ সন্দেহ হয়। পুলিশ আলাউদ্দিনকে ব্যান্ডেজ খুলতে বললে দেখা যায় হাতে বুলেটের দাগ।
এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে মহাজনের টাকা আত্মসাৎ করতে এমন ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন বলে স্বীকার করেন তারা।
পুলিশের জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত তারা টাকা আত্মসাতের কথা স্বীকার করে। পরে টাকা উদ্ধার করে পুলিশ। এই দুই প্রতারকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার পাশাপাশি আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
মুক্তা মাহমুদ