সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়ে, রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায়।
রাজধানীর শ্যামবাজারের আমদানিকারকদের দাবি, ভারতে দাম বাড়ার পাশাপাশি দুর্গাপূজাকে ঘিরে, আমদানি বন্ধ থাকার আশঙ্কায়, দেশের বাজারে দাম বাড়ার প্রধান কারণ।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামশুল ওয়াদুদ জানান, গত বছরের তুলনায় এ বছর জেলায় পেঁয়াজের উৎপাদন বেড়েছে। ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে পেঁয়াজের দাম বেশি। তবে নতুন পেঁয়াজ আসলেই দাম কমে যাবে বলেও জানান তিনি।
দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। গেল সপ্তাহে যে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হতো ৩৫ থেকে ৪০ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৫০ হাজার ২৮৯ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত বছর উৎপাদন হয়েছিল ৪৭ হাজার ৬৯০ মেট্রিক টন। জেলায় পেঁয়াজের চাহিদা রয়েছে ৩০ হাজার ৫৭৫ মেট্রিক টন।
সরকারি হিসাবে সারাবছর দেশে পেঁয়াজের চাহিদা ৩৩ লাখ মেট্রিক টন। যার মধ্যে প্রায় ৮ লাখ টন আমদানি করে চাহিদা মেটাতে হয়।