বলিউডের ভাইজান তিনি। একবার কাউকে প্রতিশ্রুতি দিয়ে ফেললে আর পেছন ফিরতে পারেন না, এমনকি নিজের কথাও আর শোনেন না! অন্তত, ছবির সংলাপে এ দাবি তিনি একাধিক বার করেছেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে? এ হল চিরন্তন এক প্রশ্ন।
৫৯ বছর বয়সেও সালমান খান বলিউডের সর্বাধিক কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করলেও, নায়ক হিসাবে তার সাফল্যের শুরু ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’-তে। তার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমানকে। ছবির সাফল্যের মতো একের পর এক প্রেমও এসেছে তার জীবনে। সেই তালিকায় রয়েছেন তাবড় অভিনেত্রী। কিন্তু গত তিন দশকে যার সঙ্গে প্রেমের গুঞ্জন সব থেকে বেশি তিনি সঙ্গীতা বিজলানি।
১৯৯৪ সালে ভারতসুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন ঐশ্বরিয়া রায়। তার প্রায় ১৪ বছর আগে ভারতসুন্দরীর মুকুট উঠেছিল সঙ্গীতার মাথায়। অভিনয় করেছেন ‘ত্রিদেব’-এর মতো ছবিতে। কিন্তু ১৯৮৬ থেকেই সালমানের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানা যায়।
দিনকয়েক আগে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে তার পুরোনো একটি ছবি ভাইরাল হয়েছিল। একটা সময় তাদের প্রেম, বিয়ে ভাঙা নিয়েও হয়েছে আলোচনা। যার পর থেকে অনেকের মনেই জেগেছিল প্রশ্ন, হঠাৎ তারা কেন একসঙ্গে? এ বার দীর্ঘ বছর পর নীরবতা ভাঙলেন সঙ্গীতা।
সঙ্গীতাকে তার এবং সালমানের বিয়ের কার্ড ছাপানোর খবর সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। অভিনেত্রী স্বীকার করেছিলেন, ‘যা রটেছে তা মিথ্যা নয়।’ সঙ্গীতার উত্তর বিচারকের আসনে থাকা শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি-সহ সকলকে চমকে দিয়েছিল। সালমান ও সঙ্গীতা দীর্ঘ বছর ডেটিংয়ের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
শোনা যায়, বিশ্বাসভঙ্গের অভিযোগেই সালমানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন সঙ্গীতা। পরে ১৯৯৬ সালে সঙ্গীতা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক আজ়হারউদ্দিনকে। ২০১৯ সালে অবশ্য তাদের বিবাহবিচ্ছেদ হয়। সলমনের ৫৭ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে প্রথম দেখা গিয়েছিল সঙ্গীতাকে। এবার, একেবারে ব্যক্তিগত পার্টিতেও বোন অর্পিতার বাড়িতে সালমানের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন সঙ্গীতা। বছর কয়েক আগে সঙ্গীতার মস্তক চুম্বন করতে দেখা যায় সালমানকে।
জেএইচ