আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। এই করোনা মহামারির পরিস্থিতিতে আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। একারনে সার্চ কমিটির মাধ্যমেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্য নিয়োগ করা হবে। এর বিকল্প উপায় ভাবার সুযোগ নেই।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শেখ মুজিব: সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।