আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩ দাঁত ভাঙলেন ম্যানেজিং কমিটির সভাপতি

ঘুষি দিয়ে প্রধান শিক্ষকের ৩ দাঁত ভাঙলেন ম্যানেজিং কমিটির সভাপতি

বগুড়ার নন্দীগ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তিনটি দাঁত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৮ অক্টোবর) আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়াপন্ডিত পুকুর বাজারে।

আহত সাজ্জাদুল নন্দীগ্রাম উপজেলার ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

জানা গেছে, সাজ্জাদুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা বেগম নন্দীগ্রামে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মঞ্জুয়ারা বেগমের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং হয়। মিটিংয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত যান। এসময় তিনি নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন।

ওই দিন সন্ধ্যায় সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়াপন্ডিত পুকুর বাজারে যান। ওই বাজারে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটনের কাপড়ের দোকান আছে। তার দোকানে গিয়ে নোটিশ খাতা ছিড়ার বিষয়ে জানতে চান।

এসময় দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে শামিম হোসেন লিটন শিক্ষককে মারধর করেন এবং মুখে ঘুষি দিলে তার সামনের তিনটি দাঁত পড়ে যায়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘুষি | দিয়ে | প্রধান | শিক্ষকের | ৩ | দাঁত | ভাঙলেন | ম্যানেজিং | কমিটির | সভাপতি