কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে এক শিশূকে ধর্ষণের মামলার আসামি মাহমুদুল হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। ১৮ দিন আগে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছিল সাগর। তিনি রেলওয়ে স্টেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী। সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে সাগর।
আজ শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ঝাউয়াইল এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, ২০ সেপ্টেম্বর রাতে সে তার খালাতো বোনকে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরে রেলওয়ে স্টেশনের রেস্ট হাউজের দ্বিতীয় তলার ভিআইপি রুমের বাথরুমে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে স্টেশনে থাকা লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে উদ্ধার করে। তবে সাগর বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায়।