নওগাঁয় গলায় ফাঁস দেওয়া অবস্থায় আয়েশা সিদ্দিকা চৈতি (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্দার করা হয়।
শুক্রবার (৮অক্টোবর) রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আয়েশা সিদ্দিকা চৈতির স্বামী সদর উপজেলার চকরামচন্দ্র এলাকার মেহরাব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, স্বামী মেহরাব হোসেনের প্রায়ই ঝগড়া হতো চৈতির। যথারীতি শুক্রবার রাতেও তাদের ঝগড়া হয়। রাতে খাবার সেরে যে যার মতো ঘুমিয়ে পরেন।
ধারণা করা হচ্ছে রাত ১২টার দিকে শোওয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে চৈতি। রাতেই পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানালে মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য আয়েশা সিদ্দিকার মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মুক্তা মাহমুদ