রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে একটি ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনায় ডুবির ঘটনা ঘটেছে। সাতজন নিখোঁজ রয়েছে। জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে ঘটনা স্থলে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সার্ভিসের ডুবুরি দল আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।