ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে মো. কাজল (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। রাজধানীর গাবতলীতে আমিনবাজার ব্রিজে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। ছুরিকাঘাতে তার বুকে ও পিঠে জখম হয়েছে। এ হাসপাতালেই তার চিকিসা দেয়া হচ্ছে।
দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন জানান, রাত সাড়ে ১২টায় দিকে কাজল গাবতলীর আমিনবাজার ব্রিজ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ধরে ফেলে। এবং এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মো. কাজলের বাড়ি বগুড়া জেলার কাহালু থানায়। তবে তিনি বর্তমানে কেরানীগঞ্জ এলাকায় থাকেন।
মুক্তা মাহমুদ