দেশজুড়ে

সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শনিবার (৩১ মে) উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি সদস্য জানিয়েছেন। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাম পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

৪৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ,এস,এম, জাকারিয়া গণমাধ্যমকে জানান, ঘটনাটি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদেরও কিছু জানানো হয়নি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মৌলভীবাজার #কুলাউড়া #বিএসএফ