আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে হামাসের নতুন দাবি অগ্রহণযোগ্য: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ

বেশকিছু সংশোধনীর প্রস্তাব দিয়ে গাজায় যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে উপত্যকাটির সশস্ত্র সংগঠন হামাস।

তবে হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার (১ জুন) ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে আমি হামাসের জবাব পেয়েছি, যা পুরোপুরি অগ্রহণযোগ্য। এটা আমাদের পিছনের দিকে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিস্তারিত আলোচনার ভিত্তি হিসেবে হামাসের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেয়া। এবং এটাই একমাত্র পথ যার মাধ্যমে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করা যাবে। এর মাধ্যমে জীবিত বন্দিদের মধ্যে অর্ধেক ও নিহতের মধ্যে অর্ধেক বাড়ি ফিরে আসবে। এছাড়া এর মাধ্যমে আমরা একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছোতে পারব।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১০ জন জীবিত ইসরাইলি বন্দি ও মৃত ১৮ বন্দিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। তবে সংগঠনটি বেশকিছু সংশোধনীর দাবি জানিয়েছে। এসবের মধ্যে আছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার ও মানবিক সহায়তা প্রবেশের অবাধ গ্যারান্টি। 

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিরতি #হামাস #উইটকফ