বিনোদন

বাবা হয়েছেন অভিনেতা পরমব্রত

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী নতুন অতিথি আগমনের ঘোষণা করেছেন। জামাইষষ্ঠীর এই শুভ দিনে রোববার (১ জুন) একটি বেসরকারি হাসপাতালে তাদের সন্তান পৃথিবীতে আসে। 

পরমব্রত ও পিয়ার বান্ধবী রত্নাবলী রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর শেয়ার করে জানান, পরমব্রত-পিয়া দম্পতির ঘরে পুত্রসন্তান এসেছে।

এদিকে পরমব্রত চ্যাটার্জি নিজেও এই খবর শেয়ার করে জানান, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন। সন্তানের আগমন নিয়ে অনেক উচ্ছ্বাসিত তারা। আর এই খুশি তাদের ভক্তদের মাঝেও ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে।

গেল ফেব্রুয়ারিতে তাদের পরিবারে নতুন সদস্য আসার খবরটি প্রথমবার শেয়ার করেছিলেন তারা। যদিও সিনেমার প্রচারে ব্যস্ত থাকলেও পিতৃত্বের সুখের জন্য কিছু সময় বিরতি নিয়েছিলেন পরমব্রত।

আসছে ২৭ জুন পরমব্রতের জন্মদিন। আর এর আগে তাদের সুখবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা আনন্দে আত্মহারা। ২০২৩ সালের শেষের দিকে পরমব্রত ও পিয়া গোপনে নিজেদের সম্পর্কের পরবর্তী পদক্ষেপ হিসেবে গাঁটছড়া বাঁধেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পরমব্রত চ্যাটার্জি #পিয়া চক্রবর্তী