রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার (০২ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
আইনজীবী ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ নিয়ে রাশেদ খান মেননের সব মিলিয়ে ৩৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে শাহবাগ থানায় দায়ের করা মনির হত্যা মামলায় আজ সকালে রাশেদ খান মেননকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষ রিমান্ডের আবেদন নাকচ করে জামিনের আবেদন করে।
শুনানিতে রাশেদ খান মেননের আইনজীবীরা আদালতে বলেন, রাশেদ খান মেনন ছয়বার সংসদ সদস্য ছিলেন। তিনি অসুস্থ। তাই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করা হোক। উভয় পক্ষের শুনানি নিয়ে রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
গত ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে মন্ত্রিত্ব না পাওয়া রাশেদ খান মেননকে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর, জুলাই মাসে গণ–অভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
এসি//