আন্তর্জাতিক

রাশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (৩১ মে) রাশিয়া ইউক্রেন সীমান্ত ঘেষা ব্রায়ানস্ক অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (০১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। 

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে। একটি সেতু (হাইওয়ে ব্রিজ) ট্রেনের লাইনের ওপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। 

ঘটনা নিশ্চিত করে ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।  

তিনি আরও জানান, আহতদের মধ্যে দু'জন শিশু রয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রুশ সংবাদমাধ্যমে জানা গেছে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে সেতু ধসে পড়ে ট্রেনটির ওপর।

রাশিয়ার কেন্দ্রীয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ রোসাভতোদর জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি যে রেলপথ দিয়ে চলছিল ঠিক সেই লাইনের ওপর সেতুটি ভেঙে পড়ায় দুর্ঘটনা ঘটে এবং এতে হতাহতের ঘটনাও ঘটে।

মস্কো রেলওয়ে জানিয়েছে, এই ঘটনা ‘অবৈধ হস্তক্ষেপে’র ফল। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইউক্রেনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ট্রেন দুর্ঘটনা