অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাবাহিনীর টানা হামলায় নতুন করে আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। চলমান এই সংঘাতে মোট প্রাণহানির সংখ্যা ৫৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আক্রমণে এখন পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৩৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আরও ৬০ মরদেহ এসেছে। পাশাপাশি নতুন করে আহত হয়েছেন ২৮৪ জন। এ নিয়ে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। রাস্তাঘাট ভেঙে পড়ায় বা নিরাপত্তা হুমকির কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না
চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতি হয়েছিল, তবে তা ভেঙে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারও ব্যাপক হামলা শুরু করে। এর পর থেকে গাজায় আকাশ ও স্থলপথে আগ্রাসন আরও তীব্র হয়েছে।
জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ ঘাটতির মধ্যে পড়ে গাজার মানুষদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডটি এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলার কারণে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবকাঠামোর বড় একটি অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএ//