আইন-বিচার

নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের

১২ বছর পর নিবন্ধন ফিরে পেলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের পূর্বের রায় বাতিল করেছে আপিল বিভাগ। রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় দেন।

ফলে দলটির নিবন্ধন বৈধ বলে বিবেচিত হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবীরা। এর আগে ১৪ মে মামলার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিল সর্বোচ্চ আদালত। 

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং শিশির মনির, আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে নির্বাচন কমিশন সাময়িকভাবে নিবন্ধন দেয়। এরপর কয়েকটি ইসলামপন্থী দলের নেতারা এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। এ রিটের প্রেক্ষিতে হাইকোর্ট ২০০৯ সালে রুল জারি করে এবং জামায়াত গঠনতন্ত্রে একাধিকবার সংশোধনী এনে জমা দেয়।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে, তবে দলটিকে আপিলের সুযোগ দেয়। আপিল বিভাগের একক বিচারক সে সময় জামায়াতের আবেদন খারিজ করে দিলেও পরবর্তীতে দলটি পূর্ণাঙ্গ আপিল করে।

এরপর নানা পর্যায় পেরিয়ে এক যুগ পর ২০২৫ সালের ১ জুন আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন বৈধ বলে রায় দেয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত #আপিল বিভাগ #ইসি