জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে। ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ পারবে বলে মন্তব্য করেছনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘ইসলাম একমাত্র ধর্ম যা সাম্প্রদায়িকতা মুক্ত। ইনসাফভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সঙ্গে ইসলাম ও দেশপ্রেমিকদের এক হয়ে কাজ করতে হবে।’
শফিকুর রহমান বলেন, জামায়াতের কোনো নেতার বিদেশে অবৈধ সম্পত্তি নেই। গত ৫৪ বছরে জামায়াত দেশের একজন নাগরিকের সঙ্গেও অন্যায় করেনি। যে দল নিজের শৃঙ্খলা ধরে রাখতে পেরেছে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।’
তিনি বলেন, ‘আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়, দল ও জাতি সংকটে পড়লে জামায়াতের কোনো নেতা পালিয়ে যায়নি বা দায়িত্ব এড়িয়ে যায়নি। ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল বা নির্যাতনের মতো কোনো কলঙ্কজনক অভিযোগও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে নেই।’
নারীদের নিয়ে ইসলামী আইনবিধি নিয়ে প্রচলিত বিভ্রান্তির জবাবে তিনি বলেন, ‘কেউ কেউ বলে থাকেন, ইসলামী শাসন হলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না— এটা একেবারেই ভ্রান্ত ধারণা। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, তা আর কোনো ধর্মে নেই।
তিনি আরও বলেন, চাকরি হোক বা ব্যবসা, সবক্ষেত্রেই নারীরা সক্রিয় ভূমিকা রাখতে পারবে। জামায়াত নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এমএ//