আইন-বিচার

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ রোববার (১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিচ্ছে প্রসিকিউশন দল। এই বিচারপ্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে, যার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচারও চালানো হয়েছে।

শনিবার (৩১ মে) এক সভায় প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আমরা এই মামলার বিচারকাজ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি শেখ হাসিনাকে ‘গুমের মূল পরিকল্পনাকারী’ এবং ‘আয়নাঘর কাণ্ডের কেন্দ্রবিন্দু’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে মামলায় দৃশ্যমান অগ্রগতি আসবে বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত ১০ থেকে ১৫টি গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। আগামী জুনের মধ্যেই প্রতিবেদন হাতে আসবে বলে জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, বিচারকাজ অনেকটাই এগিয়েছে। তবে যেসব ব্যক্তিকে গুমে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে এখনও কিছু বাধা রয়ে গেছে। সেই বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করছি। যাতে বিচারপ্রক্রিয়ার নামে কোনো অন্যায় না ঘটে এবং মানবাধিকার লঙ্ঘন না হয়, এ বিষয়েও আমরা সজাগ।’

উল্লেখ্য, গেল ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে, যেখানে অভিযোগ করা হয় যে, গেল জুলাই-আগস্ট মাসে দেশে ঘটে যাওয়া ব্যাপক হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা মূল ভূমিকা পালন করেছেন। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

এমে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল #মানবতাবিরোধী অপরাধ