আর্কাইভ থেকে দেশজুড়ে

তিন কার্যদিবসেই রায়, যাবজ্জীবন মাদ্রাসা সুপারের

তিন কার্যদিবসেই রায়, যাবজ্জীবন মাদ্রাসা সুপারের
কুষ্টিয়ার মিরপুর থানার আলোচিত ৮ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় ৩ কার্য দিবসের মধ্যে চার্জগঠন ও স্বাক্ষ্য শুনানী শেষে দেয়া রায়ে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরের (৪২) যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমান আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হলেন- মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত. সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার আব্দুল কাদের (৪২)। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া গ্রামের সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রীকে মাদ্রাসা সুপার আব্দুল কাদের ভোর সাড়ে ৫টা এবং রাত সাড়ে ৮টার সময় তার অফিস কক্ষে ডেকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক দুদফায় ধর্ষণ করেন। এঘটনায় পরদিন ৫ অক্টোবর ওই ছাত্রীর পিতা বাদি হয়ে মিরপুর থানায় ঐ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা করেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম দেশের বিচারাঙ্গনের ইতিহাসে এই স্বল্প সময়ের রায় ঘোষণা বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন তিন | কার্যদিবসেই | রায় | যাবজ্জীবন | মাদ্রাসা | সুপারের