আর্কাইভ থেকে বাংলাদেশ

বাহরাইনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দুর্গাপূজা

বাহরাইনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দুর্গাপূজা

বাহরাইনে প্রবাসী বাংলাদেশী হিন্দুদের সংগঠন বাহরাইন, নাঈম শাখার উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে বাহরাইনে শারদীয় দুর্গাপূজা উদযাপন শুরু হয়েছে। বাহরাইনের হামালায় রুমি সুইমিংপুলের হলরুমে অস্থায়ী মণ্ডপে এ পূজা শুরু হয়। চার বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করা হচ্ছে।

এই আয়োজনে পূজা কমিটিকে সহায়তা করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

পূজা কমিটির সভাপতি অভিনাশ পাল, প্রধান উপদেষ্টা সুকুমার যিশু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর, পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাশ, বিষ্ণুপদ দেব, বিধান মজুমদার, অনুকুল দেব নাথ সহ সংগঠনের নেতা-কর্মীরা এই উৎসবে সার্বিক তত্ত্ববধান করছেন।

শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বাহরাইনে | বাংলাদেশ | জাতীয় | হিন্দু | মহাজোটের | উদ্যোগে | দুর্গাপূজা