আর্কাইভ থেকে বিএনপি

মানুষের দৃষ্টি অন্য দিকে সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে : রিজভী

মানুষের দৃষ্টি অন্য দিকে সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে : রিজভী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়েই চলছে। কথা বলার অধিকার নাই। গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক মানববন্ধন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো তাদের (আওয়ামী লীগের) ব্যর্থতা, গণতন্ত্রহীনতা, জোর জবরদস্তি ডাকাতের মতো করে ক্ষমতা দখল করে আছে। কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। বিশ্বকে দেখানোর জন্য যে সাম্প্রতিক ঘটনা যাই ঘটুক তারা তা দমন করছেন।

তিনি বলেন, দেশের জনগণ, কোনো রাজনৈতিক দলই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে নাই। এগুলো করেছে এই সরকার।

রিজভী বলেন, দেশে গুম-খুন চলবে, কিন্তু প্রেস ক্লাবে কোনো সভা সেমিনার করতে পারবে না। এই সরকারের উস্কানিতে আমরা কোনও প্রতিক্রিয়া দেখাবো না। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এই দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জন্মের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা আমরা শুনিনি। উনি ক্ষমতায় আসার পর এগুলো হচ্ছে। তিনি অনেকটা ‘সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ো’ টাইপের।

রিজভী বলেন, পেয়াজ, মরিচ, চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হুহু করে বাড়ছে। এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে। আনাজ-পাতিতে হাত দিলে বৈদ্যুতিক শক লাগে।

এ সম্পর্কিত আরও পড়ুন মানুষের | দৃষ্টি | অন্য | দিকে | সরাতেই | কুমিল্লার | ঘটনা | ঘটানো | হয়েছে | | রিজভী