আর্কাইভ থেকে বাংলাদেশ

কুমিল্লার ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় : ডা. জাফরুল্লাহ

কুমিল্লার ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় : ডা. জাফরুল্লাহ

কুমিল্লার ঘটনা সরকারের চরম ব্যর্থতার পরিচয় দেয়। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে। লোক দেখানো ধরপাকড় করে লাভ নেই। এ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) কুমিল্লার ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, এ ঘটনা আমাদের জন্য ন্যক্কারজনক। এ পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি। পুলিশের মাঝে কীভাবে এই ঘটনা ঘটে?

এ সময় গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এটা সরকারের মদদে হয়েছে। কারণ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার পরও ঘটনাটি সৃষ্টি হচ্ছে। সত্যিকারের মুসলিম প্রতিমা ভাঙচুরের কাজটি করতে পারে না। যারা এটা রেখেছে, তারা পূবপরিকল্পিতভাবে এটা করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লার | ঘটনা | সরকারের | চরম | ব্যর্থতার | পরিচয় | | ডা | জাফরুল্লাহ