আর্কাইভ থেকে বাংলাদেশ

জন্ম সনদ দিয়ে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধন শুরু

জন্ম সনদ দিয়ে স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধন শুরু

জন্ম সনদ দিয়ে করোনার টিকা নিবন্ধন করা যাবে। তবে যাদের নামের তালিকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কেবল তারাই নিবন্ধন করতে পারবে। 

শুক্রবার (১৫ অক্টোবর) থেকে কোভিড-১৯ টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। 

স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যাদের নাম পাঠানো হয়েছে তারাই রেজিস্ট্রেশনের জন্য আপাতত যোগ্য বলে বিবেচিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এজন্য student.vaccination2021@gmail.com. মেইল অ্যাড্রেসে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। 

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন জন্ম | সনদ | দিয়ে | স্কুল | শিক্ষার্থীদের | করোনার | টিকা | নিবন্ধন | শুরু