ভালোবেসে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। তাদের একটি ছেলেও রয়েছে। দাম্পত্য জীবনে সুন্দর সময় পার করছেন তারা।
বুধবার (১ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ছিল রাজ চক্রবর্তীর জন্মদিন। বেশ ধুমধাম করে এই দিন উদযাপন করেন শুভশ্রী। মধ্যরাতে কেক কাটেন তারা। আর রাতের এই পার্টি প্রতি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তারকা দম্পতি। স্বামীর ঠোঁটে গাঢ় চুম্বনের একটি ছবিও প্রকাশ করেন শুভশ্রী। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তারা।
নেটিজেনদের একাংশ বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি। তবে ওই সময়ে এ বিষয়ে মুখ খুলেননি শুভশ্রী কিংবা রাজ। খানিকটা সময় নিয়ে এ বিষয়ে জবাব দিলেন শুভশ্রী।
ভারতীয় একাধিক গণমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘যারা ট্রল করেন, তাদের কোনো অস্তিত্বই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’
রাজের রাজনৈতিক পরিচিতির কারণে অনেক সময়ই কটাক্ষের শিকার হয়েছেন শুভশ্রী। এ নিয়ে শুভশ্রী বলেন, ‘আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী। আমরা প্রতিটি মুহূর্ত বাঁচি। এই জীবনে এক মুহূর্ত নষ্ট করতে চাই না। তাই এ ধরনের কু-কথায় খুব একটা পাত্তা দিই না।’
টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ, শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।
প্রসঙ্গত, সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর।