সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা। সকাল বা গভীর রাত যেকোনো সময় হাত বাড়ালেই মিলছে গাঁজা ,ইয়াবা,হিরোইন সহ অন্যান্য ভয়ংকর মাদক। ফলে মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। মাদকের নেশায় বিপদগামী হচ্ছে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের সন্তানরা । এলাকায় তৈরী হচ্ছে কিশোর গ্যাং। মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছেন চরম উদ্বেগ-উৎকণ্ঠায়।
জানা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত বাহুকা নিশি পাড়া ও বাহুকা বাজার এলাকায় রমরমা মাদক ব্যাবসা করে আসছেন। দিনে দুপুরে কাউকে তোয়াক্কা না করে রাস্তার ধারে প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে, গাজা, ইয়াবা সহ ভয়ংকর মাদক। জানা যায় বাহুকা নিশিপাড়া ও মজিদ ফারাজীর বাশঝাড়ের মধ্যে দিনদুপুরে মাদক সেবীদের আনাগোন দেখা যায়এবং এই দুটি জায়গায় খুবও সহজেই মাদক পাওয়ায় দূর-দূরান্ত থেকে মাদক সেবনকারীরা আসছেন মাদক ক্রয় করতে। ফলে এলাকায় ব্যাপক হারে বেড়েছে মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা। তাই এর থেকে অতি দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকার সচেতন মহল।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন এই মাদক ব্যাবসায়ী ও মদকসেবীদের কাছ থেকে এলাকা রক্ষা করতে না পারলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।আমরা প্রশাসনের সহযোগীতা চায়
এ বিষয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না তা জানতে চাইলে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: রওশন আলী জানান, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রয়েছে। এছাড়াও যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছে অভিযান চালিয়ে তাদের খুব দ্রুত আটক করা হবে।