আর্কাইভ থেকে ক্রিকেট

ফিরলেন ক্রিস ওকস, বাংলাদেশকে চোখ রাঙ্গাচ্ছে মালান

ফিরলেন ক্রিস ওকস, বাংলাদেশকে চোখ রাঙ্গাচ্ছে মালান
মিরপুরে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভার খেলে মাত্র ২০৯ রানে অলআউট হয় টাইগাররা। ২১০ রানে লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই সাকিবের শিকার হন জেসন রয়। এরপর তিনে নামা ডেভিড মালানের সঙ্গে ৬ ব্যাটার আউট হয়ে গেলেও ব্যাট হাতে অবিচল তিনি। ৭ রান করে ক্রিস ওকস আউট হবার পর আদিল রশিদকে নিয়ে চোখ রাঙ্গাচ্ছে মালান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৬০ বলে ৪৪ রান। ১১৬ বল খেলে ৮১ রানে ক্রিজে আছে মালান। আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফাঁকা মিরপুরের গ্যালারি এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৩৩ রানের মাথায় ৭ রান করে আউট হয়ে যান লিটন দাস। কিছুক্ষণ পরেই ব্যক্তিগত ২৩ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ও টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে এগিয়ে যেতে থাকেন নাজমুল হোসেন শান্ত। ১৭ রান করে মুশফিক আউট হয়ে গেলে ৮ রান করেই বিদায় নেন সাকিব আল হাসান। সাকিবের বিদায়ের পর মাহমুলউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে ৫৮ রানে বিদায় নেন শান্তও। এরপর দলীয় ১৬২ রানের মাথায় ৩১ রান করে রিয়াদ আউট হয়ে গেলে আর কোন ব্যাটার তেমন রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ২০৯ রানে সব কয়টি উইকেট হারিয়ে ফেলে হাথুরুসিংহের শিষ্যরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফিরলেন | ক্রিস | ওকস | বাংলাদেশকে | চোখ | রাঙ্গাচ্ছে | মালান