আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আবারও ব্যাপক দরপতন বিটকয়েনের

আবারও ব্যাপক দরপতন বিটকয়েনের
ক্রিপ্টোকারেন্সি বাজারে মন্দা কাটছেই না। আবারও বড় ধরনের দরপতন ঘটেছে ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের । শনিবার (৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভার্চুয়াল মার্কেটের প্রধান মুদ্রা বিটকয়েন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) যার মূল্য ব্যাপক কমেছে। সেই পরিমাণের হার ৫ দশমিক ২ শতাংশ। প্রতিটির দর নেমেছে ২২ হাজার ২৫৩ ডলারে। শুধু একদিনের ব্যবধানেই গুরুত্বপূর্ণ মুদ্রাটির দাম নিম্নমুখী হয়েছে ১ হাজার ২১৩ ডলার। চলতি বছরের শুরু থেকেই প্রতিটি ক্রিপ্টোর মূল্য বৃদ্ধি পাচ্ছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বিটকয়েনের দাম। বাড়তে বাড়তে গেলো ১৬ ফেব্রুয়ারি যার দর ২৫ হাজার ২৭০ ডলারে উঠেছিল। সেই থেকে এখন পর্যন্ত মুদ্রাটি দাম হারিয়েছে ১১ দশমিক ৯ শতাংশ। অন্যান্য ক্রিপ্টোর দরও হ্রাস পেয়েছে। এ মার্কেটের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা ইথেরিয়াম। যার মূল্য কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। প্রতিটির দাম স্থির হয়েছে প্রায় ১ হাজার ৫৬০ ডলার ৯ সেন্টে। কেবল একদিনে কমেছে ৫ দশমিক ৩ শতাংশ।

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | ব্যাপক | দরপতন | বিটকয়েনের