আর্কাইভ থেকে দেশজুড়ে

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আজ শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন লিমিটেড’ নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না। তাঁরা আগুন নিয়ন্ত্রণ ও আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে, এটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে।

এ সম্পর্কিত আরও পড়ুন সীতাকুণ্ডে | অক্সিজেন | প্ল্যান্টে | বিস্ফোরণ | মৃতের | সংখ্যা | বেড়ে | ৫