আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে জোরালো হচ্ছে জান্তা বিরোধী বিক্ষোভ

মিয়ানমারে জোরালো হচ্ছে জান্তা বিরোধী বিক্ষোভ

কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে মিয়ানমারে। বিক্ষোভের মধ্যেই সুপার মার্কেট, শপিংমল, গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে ব্যাংক ও সরকারি অফিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাতিগত সংখ্যালঘুরাও রাজপথে চলা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শুরু করেছে। বুধবার বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের উত্তরে মায়াঙ্গনে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় তারা।

এ পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির মিয়ানমার সফরের কথা থাকলেও তা বাতিল করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মিয়ানমারে সংকট মোকাবিলায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে কূটনৈতিক চাপ দিতে শুরু করেছে ইন্দোনেশিয়া।

গেল এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি আটক রয়েছেন। অভ্যুত্থানের পর থেকে ক্রমেই জোরালো হচ্ছে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদসভা। সামরিক শাসকদের হুমকি ধামকি উপেক্ষ করে দিন দিন জোরদার হচ্ছে আন্দোলন।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের পতাকা নাড়িয়ে জান্তা সরকার বিরোধী স্লোগান দেয় বিক্ষোভ-সমাবেশে অংশ নেওয়া নাগরিকরা। দেশটির রাজধানীতে সমবেত হওয়া বিক্ষোভকারীদের মধ্যে অন্তত একশ' বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের জীবন নাশের হুমকিও দেয় সামরিক সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | জোরালো | হচ্ছে | জান্তা | বিরোধী | বিক্ষোভ