আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে ‘রেকর্ডের বরপুত্র’ গড়লেন যে কীর্তি

প্রথম বাংলাদেশি হিসেবে ‘রেকর্ডের বরপুত্র’ গড়লেন যে কীর্তি
বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। রেকর্ডের বরপুত্র বাংলাদেশ ক্রিকেটে রেখে চলেছেন একের পর এক রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার করে ফেললেন আরও একটি রেকর্ড। সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে আগেই। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইট ওয়াশ এড়ানোর দিনে সাকিব আল হাসান যেন আবির্ভূত হলেন টাইগারদের ত্রাতা হয়ে।  চাপে পড়া বাংলাদেশকে ব্যাট হাতে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং ইনিংস। দলের হাল ধরা শান্ত-মুশফিক যখন বিদায় হয়ে গেছেন তখন একাই ব্যাট চালিয়েন। ৭১ বলে খেলেছেন ৭৫ রানের এক আনিন্দ্য সুন্দর ইনিংস। বল হাতেও আজ অদম্য সাকিব। ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিলিপ সল্ট যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তখনি আঘাত হানেন তিনি। ফিলিপ সল্টের পর জেসন রয়কে ফিরিয়ে ইংলিশদের রানের চাকা পাংচার করে দেন। এখানেই থামেননি সাকিব। ইংল্যান্ডের পাংচার হওয়া রানের চাকা মেরামতে ব্যস্ত হয়ে পড়েন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। তখনি আবার আঘাত বিশ্বসেরার, ৩৮ রান করা ভিন্সকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন তিনি। শেষ সময়ে এসে রেহান আহমেদকে ফিরিয়ে এক ম্যাচে তুলে নেন চার উইকেট। সেই সাথে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ১৪তম বোলার হিসেব ৩০০ উইকেট সংগ্রহের তালিকায় যোগ দিলেন সাকিব এবং তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট পাশাপাশি ৬০০০ হাজার কীর্তি গড়লেন তিনি। তাঁর আগে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও শ্রীলঙ্কান অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া গড়তে পেরেছিলেন এই ইতিহাস। আর সাকিবের ম্যাচটি ছিল বাংলাদেশের জার্সি গায়ে ৪০১ তম ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | বাংলাদেশি | হিসেবে | রেকর্ডের | বরপুত্র | গড়লেন | কীর্তি