আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের পর যে রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ

সাকিবের পর যে রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ
প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়কের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেট নেওয়ার দ্বারপ্রান্তে মুস্তাফিজুর রহমান। আর মাত্র ৩ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে একশ উইকেট পূর্ণ হবে মুস্তাফিজের। ৭৮ ম্যাচ খেলে ৯৭ উইকেট আছে এই টাইগার পেসারের। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলতে নামবেন বাংলদেশ। সিরিজে মুস্তাফিজের প্রয়োজন ৩ উইকেট। এরপর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে একশ শিকারের মালিক হবেন ফিজ। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মালিক সাকিবের আছে ১০৯ ম্যাচে ১২৮ উইকেট। ২০১৫ সালে ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে অভিষেক ঘটে মুস্তাফিজের।   মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের এক মাত্র টি টুয়েন্টি ম্যাচে  শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট শিকার করেন এই কাটার মাস্টার।  খেলায় বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | রেকর্ডের | দ্বারপ্রান্তে | মুস্তাফিজ