আইন-বিচার

মিটফোর্ড হত্যাকাণ্ডে ৩ আসামির দায় স্বীকার

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যার  ঘটনায় তিনজন আসামি আদালতে দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। 

রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে, তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।

আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম এবং আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ যথাক্রমে তিন আসামির জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন—টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির।

উল্লেখ্য, গেল ৯ জুলাই মিটফোর্ডে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় তার বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী এবং রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিটফোর্ড #সোহাগ হত্যা #হত্যাকাণ্ড