আর্কাইভ থেকে দুর্ঘটনা

ভবনটি আবাসিক না কি বাণিজ্যিক জানে না রাজউক

ভবনটি আবাসিক না কি বাণিজ্যিক জানে না রাজউক
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি আবাসিক না কি বাণিজ্যিক ভবন জানাতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বুধবার (৮ মার্চ) দুপুরে রাজউকের পরিচালক (জোন-৫) হামিদুল ইসলাম বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় ভবনটির বিষয়ে তেমন কোনো তথ্য জানাতে পারেননি তিনি। রাজউকের পরিচালক বলেন, প্রায় ৪৫ বছর আগে ভবনটির অনুমোদন নেয়া হয়। তখন রাজউক ছিল না। এ ছাড়া আজকে সরকারি ছুটির দিন থাকায় এখনও নথি খুঁজে পাওয়া যায়নি। তবে কর্মচারীদের নথি খুঁজে বের করতে বলা হয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্তে রাজউক পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানান সংস্থাটির পরিচালক হামিদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। তিনি বলেন, এটি স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভবনটি | আবাসিক | বাণিজ্যিক | জানে | রাজউক