একটা সময় মেসি যখন বার্সেলোনায় খেলতেন তখন এই আর্জেন্টাইনকে অপবাদ শুনতে হতো মেসি শুধু ক্লাবের ফুটবলার। জাতীয় দলের হয়ে তার অবদান নেই। সময়ের পরিবর্তনে সেই কথা যেন পাল্টে গেল। প্রশ্ন তোলা হচ্ছে আকাশি-সাদা জার্সিতে মেসির যেমন পারফরম্যান্স যেখা যায় ক্লাবের হয়ে সেই মেসিকে আর খুজে পাওয়া যায় না।
চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়ে এই ধরনের সমালোচনায় রীতিমতো বিদ্ধ হচ্ছেন মেসি। তার নিবেদন নিয়ে প্রশ্ন তুলে মেসিকে হারের জন্য দায়ী করেছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড জেরোম রোথেন জানান, মেসি আমাদের কিছুই জেতাতে পারেনি। যখন তাকে দরকার, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে সে গায়েব হয়ে যায়।
প্যারিসে প্রথম লেগে হারের পর সবার চোখ ছিল বিশ্বকাপ জয়ী তারকা মেসির ওপর। বায়ার্নে বিপক্ষে দারুণ কিছু করে ঘুরে দাঁড়াতে হলে জ্বলে উঠতে হতো তাঁকে। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক পারেননি পিএসজির চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে।
তাই হারের পর মেসির দিকে আঙুল তুলে রোথেন বলেছেন, ‘মেসি, আমরা এটা চাইনি। সে এই ক্লাবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চায় না। সে বলেছে, এখন সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু কোথায় সে মানিয়ে নিল! তুমি ১৮ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছ অসের এবং ক্লেরমঁর বিপক্ষে। কিন্তু যেসব ম্যাচে তোমাকে প্রয়োজন হয়, সেখানে তুমি উধাও হয়ে যাও।’
মেসির সমালোচনায় এটুকুতেই থামেননি রোথেন। তিনি আরও বলেছেন, ‘মজার ব্যাপার হলো, আমরা তার খেলা বিশ্বকাপে দেখেছি। আমরা তার গতিবিধি এবং কীভাবে সে নিজেকে যুক্ত করেছে, তা দেখেছি। আমি কিছু মনে করিনি, জাতীয় দলের জার্সি বিবেচনায় নিলে সেটা আলাদা ব্যাপার।’