আর্কাইভ থেকে করোনা ভাইরাস

একদিনের ব্যবধানে করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ

একদিনের ব্যবধানে করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো আরও ৯ জনের। এ নিয়ে করোনায় দেশে ২৭ হাজার ৮১৪ জনের প্রাণহানি হলো।  এর আগে দিন করোনায় মারা যায় চার জন।

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে ২৭৮ জনের। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে।

আজ শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৩ জন। এ সময় ঢাকায় ২, রাজশাহীতে ২, খুলনায় ২, সিলেটে ১ রংপুরে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন একদিনের | ব্যবধানে | করোনায় | মৃতের | সংখ্যা | দ্বিগুণ